শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

অস্কারের সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘আনোরা’

by ঢাকাবার্তা
পুরস্কার গ্রহণ করছেন মাইকি ম্যাডিসন

বিনোদন ডেস্ক ।।

চলতি বছরের (২০২৫) অস্কারের সেরা সিনেমার পুরস্কার জিতেছে শন বেকার পরিচালিত সিনেমা ‘আনোরা’। সিনেমাটি এক যৌনকর্মী এবং একজন রুশ অভিজাতের ছেলের গল্প নিয়ে নির্মিত। পাঁচটি পুরস্কার নিয়ে এই সিনেমাটি ৯৭তম অস্কারের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে, যা অনেকের জন্য অবাক করা ছিল। ‘আনোরা’ সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা বিভাগেও অস্কার জিতেছে। সিনেমাটিতে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার অর্জন করেন মাইকি ম্যাডিসন।

এছাড়া, সিনেমার পরিচালক শন বেকার দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক রাতেই চারটি অস্কার জিতেছেন। এই কীর্তি গড়া প্রথম ব্যক্তি ছিলেন ওয়াল্ট ডিজনি।

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানটি ৩ মার্চ ২০২৫, হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমেডিয়ান কনান ও ব্রায়েন।

অন্যদিকে, ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান অ্যাড্রিয়েন ব্রডি। তার দীর্ঘ বক্তৃতার শেষে তিনি ব্যবসায়িক দমন-পীড়ন, অ্যান্টিসেমিটিজম এবং বর্ণবাদ নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমি একটি স্বাস্থ্যকর, সুখী এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব কামনা করি।”

‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেন জোয়ি সালদানা। তিনি তার সংস্কৃতি এবং দাদিকে এই পুরস্কার উৎসর্গ করেন এবং বলেন, “আমি গর্বিত অভিবাসী পিতামাতার সন্তান, যারা স্বপ্ন, মর্যাদা এবং পরিশ্রমী হয়ে জীবন কাটিয়েছেন।”

২০২৫ সালের অস্কার বিজয়ীদের তালিকা

    • সেরা চলচ্চিত্র: ‘আনোরা’
    • সেরা পরিচালক: শন বেকার (‘আনোরা’)
    • সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (‘দ্য ব্রুটালিস্ট’)
    • সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (‘আনোরা’)
    • সেরা সহ-অভিনেতা: কিয়েরেন কালকিন (‘এ রিয়েল পেইন’)
    • সেরা সহ-অভিনেত্রী: জোয়ি সালদানা (‘এমিলিয়া পেরেজ’)
    • সেরা অ্যানিমেটেড ফিচার: ফ্লো
    • সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস
    • সেরা পোশাক পরিকল্পনা: পল ট্যাজওয়েল (‘উইকেড’)
    • সেরা মৌলিক চিত্রনাট্য: শন বেকার (‘আনোরা’)
    • সেরা রূপান্তরিত চিত্রনাট্য: পিটার স্ট্রন (‘কনক্লেভ’)
    • সেরা মেকআপ: পিয়ের-অলিভিয়ের পারসিন, স্টেফানি গুইলন, মেরিলিন স্কার্সেলি (‘দ্য সাবস্টেন্স’)
    • সেরা সম্পাদনা: শন বেকার (‘আনোরা’)
    • সেরা প্রোডাকশন ডিজাইন: নাথান ক্রাউলি, লি স্যান্ডেলস (‘উইকেড’)
    • সেরা মৌলিক গান: ‘এল মাল’ (‘এমিলিয়া পেরেজ’)
    • সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
    • সেরা প্রামাণ্য চলচ্চিত্র: নো আদার ল্যান্ড
    • সেরা শব্দ পরিকল্পনা: ডুন-২
    • সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন-২
    • সেরা স্বল্পদৈর্ঘ্য লাইভ-অ্যাকশন চলচ্চিত্র: আই এম নট এ রোবোট
    • সেরা চিত্রগ্রহণ: লল ক্রাউলি (‘দ্য ব্রুটালিস্ট’)
    • সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
    • সেরা মৌলিক সঙ্গীত: ড্যানিয়েল ব্লামবার্গ (‘দ্য ব্রুটালিস্ট’)

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net