সোমবার, মার্চ ১৭, ২০২৫

‘জনগণ আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দিতে চায় না’

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনার (Sheikh Hasina) পূর্বঘোষিত কর্মসূচি রুখতে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি (BNP) নেতাকর্মীরা।

সকাল থেকে বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করতে দেখা গেছে।

বিবি এভিনিউয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

বিবি এভিনিউয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

দুপুরের আগেই ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি সামনে রেখে সেখানে জড়ো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

দুপুরে লেখক ও অ্যাক্টিভিস্ট খালেদ সাইফুল্লাহ ঢাকাবার্তাকে বলেন- ‘পতিত স্বৈরাচার বাংলাদেশের মানুষের সহমর্মিতার সুযোগ নিয়ে আবারও আত্মপ্রকাশ করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দিতে চায় না। তাদেরকে প্রতিহত করতে ছাত্র-জনতা সর্বদা রাজপথে প্রস্তুত আছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে।’

অন্যদিকে জানা যায় যে, নূর হোসেন চত্বর থেকে বিএনপি নেতাকর্মীদের তিনজন ‘আওয়ামী লীগ কর্মীকে’ চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগ কর্মী নূর হোসেন (Noor Hossain) বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে মারা যান তিনি।

১৯৮৭ সালে তাকে হত্যার এই দিনে জিরো পয়েন্টে (Zero Point) শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ (Bangladesh Awami League)। ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর তা উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জিরো পয়েন্টে জা-জনতা

জিরো পয়েন্টে জা-জনতা

আওয়ামী লীগের এই কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam)। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, তারা কোনো জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে গতকাল শনিবার রাতে বিক্ষোভ হয়েছে গুলিস্তানের জিরো পয়েন্টে।

আজ এখানে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি দিয়েছে তারা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net