ডেস্ক রিপোর্ট ।।
ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ডা. সুকান্ত মজুমদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের বিষয়টি তীব্রভাবে সমালোচনা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
বিজেপি দাবি করেছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির ও মঠের ওপর ধারাবাহিক হামলার ঘটনা চলছে। তারা অভিযোগ করেছে, এসব ঘটনা পরিকল্পিতভাবে সংঘটিত হচ্ছে, যা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি আরও জানিয়েছে, তারা প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে; তবে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মানবাধিকার লঙ্ঘন হলে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশ সরকারকে ইসকন এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিজেপির বক্তব্য অনুযায়ী, ইসকন একটি বিশ্বজনীন সংগঠন হিসেবে মানবসেবা ও শান্তির প্রচার করে আসছে। এমন অবস্থায় ইসকনের সন্ন্যাসীর ওপর এমন ব্যবস্থা নেওয়া অত্যন্ত নিন্দনীয়। বিজেপি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে এবং বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছে।
এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে পর্যবেক্ষক মহলে জল্পনা শুরু হয়েছে।