বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

‘এই দেশে ফ্যাসিস্টদের রাজনীতি করার অধিকার নাই’

রাজধানীর লালবাগে গণ‌অধিকার পরিষদের সমাবেশে বক্তব্য রাখেন নুরুল হক নুর

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার  ।।

১৫ নভেম্বর ২০২৪, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গণ অধিকার পরিষদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লালবাগের স্যার সলিমুল্লাহ এতিমখানা সংলগ্ন সড়কে। এই সভায় ছাত্র-জনতার বিভিন্ন দাবি ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, যিনি বক্তব্যে দেশের ফ্যাসিস্ট রাজনীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “এই দেশে ফ্যাসিস্টদের রাজনীতি করার কোনো অধিকার নাই,” যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সভায় নুরুল হক নুর দেশজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি উল্লেখ করেন, স্বাধীন ও গণতান্ত্রিক একটি রাষ্ট্রে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বর্তমান পরিস্থিতিতে অবহেলিত হচ্ছে। নুর জনগণের পাশে থেকে তাদের অধিকার রক্ষায় অঙ্গীকার করেন এবং সামনের দিনগুলোতে আরও শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই দাবি করেন যে, বর্তমান সরকারের নীতির কারণে সাধারণ মানুষের জীবন যাপন কঠিন হয়ে উঠেছে। এই ধরনের গণআন্দোলনগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা করছেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net