সোমবার, মার্চ ১৭, ২০২৫

সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে জুলেখা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জুলেখার ভগ্নিপতি শহিদুল মোল্লা জানান, জুলেখার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলায়। হাজারীবাগ ঝাউচর এলাকায় বাসা ভাড়া নিয়ে তিনি গৃহকর্মীর কাজ করতেন। তার দুই সন্তান রয়েছে। তিন মাস আগে তালাকপ্রাপ্ত স্বামী নজরুল ইসলামকে ছাড়ার পর তিনি ১৫ দিন আগে কবির নামে আরেক ব্যক্তিকে বিয়ে করেন।

নতুন বিয়ের পর থেকেই নজরুল তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে স্বজনরা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, নজরুল ও তার সহযোগীরা তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে। ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, জুলেখার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাম পাঁজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

 

 

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net