স্টাফ রিপোর্টার ।।
দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রকাশক তারিন হোসেনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে তার স্বামী সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
তারিন হোসেন ও নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধান চলাকালে নিক্সন ও তারিন সপরিবারে গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।