সোমবার, মার্চ ১৭, ২০২৫

মেক্সিকো উপসাগরের নাম ‘আমেরিকা উপসাগর’ রাখছেন ট্রাম্প

by ঢাকাবার্তা
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনরত ট্রাম্প

ডেস্ক রিপোর্ট ।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের মতো বিতর্কিত সিদ্ধান্ত।

সোমবার রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প পুরোনো নিয়ম-নীতি পরিবর্তনে সক্রিয় হন। এদিন দুটি ধাপে প্রায় ৫০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এসব পদক্ষেপের মধ্যে ছিল অভিবাসন নীতিমালা পরিবর্তন, পরিবেশ বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন।

মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করে সেখানে সেনা মোতায়েনের পথ খুলে দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি সংবিধানের চতুর্দশ সংশোধনীর অধীনে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগও বাতিল করেছেন। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অভিবাসীদের সন্তানরা আর নাগরিকত্ব পাবেন না।

জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিস চুক্তি থেকে আবারও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াও শুরু করেছেন। ডব্লিউএইচওর প্রধান এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে পানামা খালের নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ, এবং গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কেও। তাঁর মতে, গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রের অধীনে থাকতে বেশি সুখী হবে।

ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে মেক্সিকো ও কানাডার অর্থনীতিতে প্রভাব ফেলেছেন। তবে গাজা যুদ্ধবিরতি নিয়ে তিনি আশাবাদী নন বলে জানান।

প্রথম দিনেই এতো নির্বাহী আদেশ ও বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ট্রাম্প আবারও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net