ডেস্ক রিপোর্ট ।।
সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য জানিয়েছেন। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ছিলেন এবং দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমন দায়িত্বে ছিলেন।

টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র
টিউলিপের পদত্যাগের পেছনে রয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ। ৯টি অবকাঠামো প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের সঙ্গে শেখ হাসিনা এবং তাঁর পরিবারের নাম জড়ায়।
ওই অভিযোগে টিউলিপের নাম আসার পর যুক্তরাজ্যের গণমাধ্যমে নিয়মিত প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশিত হয়। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিনি নিজেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে আবেদন জানান।

বাঁ থেকে- টিউলিপ সিদ্দিক, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, ভ্লাদিমির পুতিন, শেখ রেহানা ও আজমিনা সিদ্দিক রুপন্তী। মস্কোয় তোলা ছবি, ১৫ জানুয়ারি ২০১৩
তদন্ত চলার মধ্যেই তিনি পদত্যাগ করেন। গত বছর চতুর্থবারের মতো লেবার পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন টিউলিপ। এরপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে ইকোনমিক সেক্রেটারি পদে নিয়োগ দেন। তবে দুর্নীতির অভিযোগের কারণে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার এখন অনিশ্চিত।