শুক্রবার, জুলাই ১১, ২০২৫

যুক্তরাষ্ট্রের IWOC পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা

by ঢাকাবার্তা
কোটাবিরোধী আন্দোলনে উমামা ফাতেমা। ২০২৪ সালের ৩ জুলাই তোলা ছবি।

ডেস্ক রিপোর্ট ।।

জুলাই অভ্যুত্থানের নারী নেত্রী উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের ‘International Women of Courage (IWOC) Awards’ ২০২৫ এর পক্ষ থেকে দেওয়া ‘Madeleine Albright Honorary Group Award’ গ্রহণ করবেন না। তিনি এই পুরস্কার প্রত্যাখ্যানের কারণ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা এবং মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষপাতদুষ্ট অবস্থানকে দায়ী করেছেন।

IWOC পুরস্কার ও বাংলাদেশি নারী আন্দোলনকারীদের স্বীকৃতি

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ২০২৫ সালের IWOC পুরস্কারের জন্য বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নারী শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়েছে। তাদের অসাধারণ সাহসিকতার জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে, যেখানে তারা সহিংস দমননীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এই পুরস্কার আগামী ১ এপ্রিল, ২০২৫ মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্পের উপস্থিতিতে প্রদান করা হবে।

উমাম ফাতেমার অবস্থান ও প্রতিবাদ

উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে লিখেছেন, নারী আন্দোলনকারীদের সম্মানিত করা প্রশংসনীয় হলেও এই পুরস্কার মার্কিন পররাষ্ট্রনীতির স্ববিরোধিতার প্রতিফলন ঘটিয়েছে। তিনি ২০২৩ সালে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলাকে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ সমর্থনের প্রসঙ্গ টেনে আনেন।

তিনি বলেন, “এই পুরস্কারের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করে ইসরায়েলের হামলাকে ন্যায্যতা দেওয়া হয়েছে, যা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।” তিনি আরও উল্লেখ করেন, ফিলিস্তিনের জনগণ বছরের পর বছর ধরে ভূমির অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে এবং এই বাস্তবতাকে উপেক্ষা করে কোনো স্বীকৃতি গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়।

পুরস্কার প্রত্যাখ্যান ও ফিলিস্তিনের প্রতি সংহতি

উমাম ফাতেমা তার পোস্টের শেষে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি একাত্মতা জানিয়ে লেখেন:

“From the River, to the Sea, Palestine will be Free”

তার এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে বিতর্কিত হিসেবে দেখছেন। তবে তার সাহসী অবস্থান আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি আকর্ষণ করেছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net