সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ধর্মীয় কারণে ভারতের বৈশালীর সঙ্গে করমর্দনে নারাজ উজবেক দাবাড়ু

by ঢাকাবার্তা
উজবেকিস্তানের নোদিরবেক ইয়াকুববোয়েভ ও ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু

ডেস্ক রিপোর্ট ।।

উজবেকিস্তানের দাবাড়ু নোদিরবেক ইয়াকুববোয়েভ ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবুর সঙ্গে হাত মেলাননি, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে পরে তিনি জানিয়েছেন, ধর্মীয় কারণে মহিলাদের স্পর্শ করেন না তিনি এবং বৈশালীকে অসম্মান করার কোনো ইচ্ছা তার ছিল না।

টাটা স্টিল দাবা টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে ২৩ বছর বয়সি ইয়াকুববোয়েভের প্রতিপক্ষ ছিলেন ভারতের বৈশালী। ম্যাচ শুরুর সময় বৈশালী হাত বাড়ালেও ইয়াকুববোয়েভ তা গ্রহণ না করে সরাসরি বসে পড়েন। মুহূর্তটি ভিডিওতে ধরা পড়ে এবং দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে। ভিডিওতে বৈশালীর অপ্রস্তুত হওয়াও স্পষ্ট হয়।

উজবেকিস্তানের দাবাড়ু নোদিরবেক ইয়াকুববোয়েভ

উজবেকিস্তানের দাবাড়ু নোদিরবেক ইয়াকুববোয়েভ

এ ঘটনায় নানা মহলে প্রশ্ন ওঠে— কেন তিনি হাত মেলাননি? ইয়াকুববোয়েভ এক্স হ্যান্ডেলে ব্যাখ্যা দেন যে, ধর্মীয় কারণে তিনি অন্য কোনো মহিলাকে স্পর্শ করেন না। পোস্টে তিনি লেখেন, “আমি মহিলাদের সম্মান করি এবং বৈশালী ও তার ভাই প্রজ্ঞানন্দের প্রতিও আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। যদি কাউকে অসম্মান করে থাকি, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।”

উল্লেখ্য, বৈশালীর সঙ্গে ম্যাচে ইয়াকুববোয়েভ পরাজিত হয়েছেন, তবে ম্যাচের চেয়ে তার হাত না মেলানোর বিষয়টিই বেশি আলোচনায় উঠে এসেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net