রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

বিএনপির প্রবীণ রাজনীতিক ও সাবেক এমপি এসএ খালেক আর নেই

by ঢাকাবার্তা
এসএ খালেক

স্টাফ রিপোর্টার ।। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক এমপি এবং অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি এসএ খালেক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রোববার বেলা ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, দীর্ঘদিন ধরে এসএ খালেক বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত বুধবার তাকে জরুরি ভিত্তিতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছিল।

ঘরোয়া এক অনুষ্ঠানে এসএ খালেক

ঘরোয়া এক অনুষ্ঠানে এসএ খালেক

সোমবার বেলা ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে গাবতলী মিরপুর শাহী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এসএ খালেক ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র। তিনি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালে ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

খালেদা জিয়ার সঙ্গে এসএ খালেক ও তার পুত্র এস সিদ্দিক সাজু। ফাইল ফটো

খালেদা জিয়ার সঙ্গে এসএ খালেক ও তার পুত্র এস সিদ্দিক সাজু। ফাইল ফটো

এরপর তিনি জাতীয় পার্টির মনোনয়নে ১৯৮৬ এবং ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য হন। ১৯৯৬ সালে তিনি পুনরায় বিএনপিতে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়নে অংশ নিলেও বাংলাদেশ আওয়ামী লীগের আসলামুল হকের কাছে তিনি পরাজিত হন। এরপর তাকে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি।

জীবন সায়াহ্নে এসএ খালেক। ২০২৩-এর এপ্রিলে তোলা ছবি।

জীবন সায়াহ্নে এসএ খালেক। ২০২৩-এর এপ্রিলে তোলা ছবি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হন এসএ খালেকের পুত্র সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক। আসলামুল হক ১,২০,৭৮০ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হামিদুল্লাহ খান ৭৭,০৮১ ভোট পান।

এসএ খালেকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net