হামীম কেফায়েত ।।
আজ, ১৬ ডিসেম্বর ২০২৪, চিরস্মরণীয় মহান বিজয় দিবস। বাংলাদেশের মানুষ আজ একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পতাকা ও ফুল হাতে অগণিত মানুষের ঢল নেমে শ্রদ্ধা নিবেদন করবে।
বিজয়ের আনন্দময় এই দিনটি বাংলাদেশিদের জন্য আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার তুলনা বিরল। একই সঙ্গে, দিনটি গভীর বেদনারও। দেশের জন্য আত্মত্যাগ করা বীর সন্তান ও সম্ভ্রম হারানো মা-বোনদের স্মৃতিতে আজ জাতি শ্রদ্ধাবনত।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিজয় দিবস উপলক্ষে পৃথক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে স্বাধীনতার পূর্ণ সুফল নিশ্চিত করার শপথের কথা বলেন।
আজকের দিনে, জাতীয় ঐক্যের প্রতীক হয়ে সারা দেশে মানুষ বিজয় দিবস উদ্যাপন করবে। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা ও স্বাধীনতার চেতনা ধরে রাখার অঙ্গীকারে উদ্ভাসিত হবে বাংলাদেশের মানুষ।