শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ভারত-নিউজিল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ, কোহলির ৩০০তম ওয়ানডে

by ঢাকাবার্তা
রোহিত শর্মা ও মিচেল স্যান্টনার

ডেস্ক রিপোর্ট ।।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেই মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। তবে এটি শুধুমাত্র আরেকটি ম্যাচ নয়—এটি হতে চলেছে দুই শীর্ষ দলের মধ্যে এক হাইভোল্টেজ লড়াই।

দুই দলই দারুণ ফর্মে আছে, শেষ পাঁচটি ওয়ানডে ম্যাচে টানা জয় তুলে নিয়েছে তারা। দুবাইয়ের মন্থর উইকেটে স্পিনারদের প্রাধান্য থাকলেও দুই দলের শক্তিশালী অলরাউন্ডাররা ম্যাচের গতি বদলে দিতে পারেন।

ভারতীয় ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা বিরাট কোহলি খেলতে যাচ্ছেন তার ৩০০তম ওয়ানডে ম্যাচ। ভারতের সপ্তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে চলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে তার দারুণ রেকর্ড থাকায় এই ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অন্যদিকে, নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন আবারও ভারতীয় ব্যাটিং লাইনআপের জন্য হুমকি হতে পারেন। দীর্ঘদিন ইনজুরির কারণে দলের বাইরে থাকা এই বোলার আবারও নিজের সেরা ফর্মে ফিরতে চাইবেন।

ভারতীয় দলে রিশভ পান্তের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে, যিনি চোট কাটিয়ে মাত্র এক ওয়ানডে খেলেছেন। এছাড়া, অফস্পিনার ওয়াশিংটন সুন্দর দলে আসতে পারেন, কারণ নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে পাঁচজন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন।

ভারতের সম্ভাব্য একাদশ:
১. রোহিত শর্মা (অধিনায়ক), ২. শুভমান গিল, ৩. বিরাট কোহলি, ৪. শ্রেয়াস আইয়ার, ৫. রিশভ পান্ত (উইকেটকিপার), ৬. হার্দিক পান্ডিয়া, ৭. রবীন্দ্র জাদেজা, ৮. ওয়াশিংটন সুন্দর, ৯. হর্ষিত রানা, ১০. কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, ১১. মোহাম্মদ শামি/অর্শদীপ সিং।

নিজের ৩০০তম ওয়ানডেতে আজ কিউইদের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি

নিজের ৩০০তম ওয়ানডেতে আজ কিউইদের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
১. ডেভন কনওয়ে, ২. রচিন রবীন্দ্র, ৩. কেন উইলিয়ামসন, ৪. ড্যারেল মিচেল, ৫. টম লাথাম (উইকেটকিপার), ৬. গ্লেন ফিলিপস, ৭. মাইকেল ব্রেসওয়েল, ৮. মিচেল স্যান্টনার (অধিনায়ক), ৯. কাইল জেমিসন, ১০. ম্যাট হেনরি, ১১. উইল ও’রউর্ক।

দুবাইয়ের উইকেট মন্থর হবে, যেখানে স্পিনাররা সুবিধা পাবেন। ব্যাটিং করা সহজ নাও হতে পারে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে পিচ ধীর হয়ে যেতে পারে। তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

  • ভারত ও নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারই মুখোমুখি হয়েছে, ২০০০ সালের ফাইনালে, যেখানে নিউজিল্যান্ড জয় পেয়েছিল।
  • ভারত তাদের শেষ পাঁচটি ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়েছে, তবে এর আগে নিউজিল্যান্ডই টানা পাঁচটি জয় পেয়েছিল।
  • টম লাথাম সম্প্রতি তার ১০০তম ওয়ানডে ক্যাচ পূর্ণ করেছেন।

“এতগুলো ওয়ানডে খেলা ও এতদিন ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করা বিরাট কোহলির জন্য বিশাল ব্যাপার। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার সে।” – কেএল রাহুল

এই ম্যাচটি সেমিফাইনালের আগে বড় পরীক্ষা হতে চলেছে। ভারত কি নিউজিল্যান্ডের বিপক্ষে জয়রথ অব্যাহত রাখতে পারবে? নাকি কিউইরা তাদের দাপুটে পারফরম্যান্স দিয়ে ভারতকে থামাবে? চোখ থাকুক দুবাইয়ের লড়াইয়ে!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net