ডেস্ক রিপোর্ট ।।
দক্ষিণ আফ্রিকার ‘নিপীড়িত কৃষকদের’ (শ্বেতাঙ্গ) যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস শনিবার এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার নতুন একটি আইনের কারণে মার্কিন সহায়তা স্থগিতের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, ওই আইনটি দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি জব্দের সুযোগ তৈরি করবে। এক্সে ট্যামি ব্রুস লিখেছেন, জাতিগত কারণে নির্যাতনের শিকার হওয়া কৃষক ও নিরপরাধ ভুক্তভোগীরা যদি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চান, তবে ওয়াশিংটন তাঁদের স্বাগত জানাবে।
শুক্রবার এক নির্বাহী আদেশের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা স্থগিত করেন ট্রাম্প। তিনি বলেন, নতুন আইনের ফলে সংখ্যালঘু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আফ্রিকানদের কৃষিজমি ক্ষতিপূরণ ছাড়াই দখল করা যাবে।
তবে দক্ষিণ আফ্রিকা সরকার দাবি করেছে, ট্রাম্প আইনটি ভুল ব্যাখ্যা করছেন। গত মাসে পাস হওয়া আইনে বলা হয়েছে, জনস্বার্থে কোনো ক্ষেত্রে সরকার চাইলে ‘ক্ষতিপূরণ ছাড়াই’ জমি জব্দ করতে পারবে।
দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানা বরাবরই বিতর্কিত বিষয়। বর্ণবাদের অবসানের তিন দশক পরও বেশির ভাগ কৃষিজমি শ্বেতাঙ্গদের মালিকানায় রয়েছে। জমি সংস্কারের জন্য সরকারের ওপর চাপও বাড়ছে।