শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

এক্সপ্রেসওয়েতে তরুণীর লাশ : বিয়ের চাপ দেওয়ায় গুলি করে হত্যা

by ঢাকাবার্তা
শাহিদা আক্তার

স্টাফ রিপোর্টার ।। 

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়ে থেকে তরুণী শাহিদা আক্তার (২২)কে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে যুবক তৌহিদ শেখ তন্ময় (২৮)। তাঁকে ভোলা জেলার ইলিশা থেকে আজ সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তৌহিদ ও শাহিদার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য চাপ দেওয়ায় তৌহিদ তাকে হত্যা করেন। গ্রেপ্তারের পর তৌহিদ জানায় যে, হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি কেরানীগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।

গত শনিবার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সমসপুর এলাকায় শাহিদার লাশ পাওয়া যায়। নিহতের শরীরে আটটি গুলির ছিদ্র ছিল। এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন এবং পুলিশ তৌহিদকে প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, তৌহিদ শাহিদাকে গত শুক্রবার রাতে মাওয়ায় ইলিশ খাওয়ার কথা বলে ডেকে আনে। এরপর তাঁরা এক্সপ্রেসওয়েতে ঘোরাঘুরি করেন এবং শনিবার ভোরে শ্রীনগরের দোগাছি এলাকায় বিয়ের বিষয়ে চাপ দেওয়ার পর তৌহিদ তাকে গুলি করে হত্যা করেন।

শাহিদার মা জানান, তিন মাস আগে তৌহিদ তার মেয়েকে মারধর করেছিল এবং সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তৌহিদ শাহিদাকে বিভিন্ন সময় বাড়ি থেকে বের করে নিয়ে যেত এবং শেষ পর্যন্ত তার মেয়েকে হত্যার পথ বেছে নেয়।

Aftermath: শনিবার লাশ শনাক্ত হওয়ার পর ময়নাতদন্ত শেষে শাহিদাকে ময়মনসিংহে দাফন করা হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net