বুধবার, আগস্ট ৬, ২০২৫

করোনা শনাক্তের হার ৭-এর ওপরে

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যাননি

by ঢাকাবার্তা ডেস্ক
করোনা শনাক্তের হার ৭-এর ওপরে

স্টাফ রিপোর্টার।।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এক তথ্যবিবরণীতে জানানো হয়, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক শূন্য ৪ শতাংশ। এ সময় ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৮ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ২৩ জন।

 

আরও পড়ুন: সাকরাইন ঘিরে ঘুড়ি-নাটাই বিক্রির ধুম পুরান ঢাকায়

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net