বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

আজও পুলিশী পাহারায় বিএনপির কার্যালয়

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অন্তত ৪০ পুলিশ সদস্য অবস্থান করছেন। কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে।

by ঢাকাবার্তা
বিএনপির কার্যালয়ের সামনে পুলিশী পাহারা

স্টাফ রিপোর্টার ।। 

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ রোববারও ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। গত ২৯ অক্টোবর থেকে আট দিন ধরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়ে রেখেছে।

আজ দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অন্তত ৪০ পুলিশ সদস্য অবস্থান করছেন। কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে।

নির্বাচন কমিশন সংলাপের আহ্বান জানিয়ে বিএনপিকে যে চিঠি দিয়েছিল, সেই চিঠিগুলোও ফটকের ভেতরে একটি প্লাস্টিকের চেয়ারে পড়ে আছে। এরই মধ্যে গতকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সেই সংলাপ হয়ে গেছে।

সরেজমিনে আরও দেখা যায়, নয়াপল্টন এলাকা হয়ে যানবাহনের খুব একটা চলাচল নেই। এই এলাকা হয়ে রিকশা ও সিএনজি বেশি চলাচল করছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net