শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আম্পায়ার লিফটে আটকে পড়ায় দেরিতে শুরু হয়েছে খেলা!

দ্বিতীয় সেশন শুরুর কথা ছিল স্থানীয় সময় বেলা ১টা ২৫ মিনিটে। কিন্তু মাঠের দুই মূল আম্পায়ার অজানা কারণে তখন মাঠে বল গড়ানোর অনুমতি দেননি

by ঢাকাবার্তা ডেস্ক
আম্পায়ার লিফটে আটকে পড়ায় দেরিতে শুরু হয়েছে খেলা!

খেলা ডেস্ক।।

মেলবোর্নে চলছে পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। দ্বিতীয় সেশনের সময় ঘটেছে অদ্ভুত এক ঘটনা। যে কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। ম্যাচ শুরু হয়েছে দেরিতে! পরে জানা গেছে, তৃতীয় আম্পায়ার লিফটে আটকে পড়াতেই এই বিলম্ব।

বৃহস্পতিবার লাঞ্চ ব্রেকের পর খেলোয়াড়রা নির্ধারিত সময়েই মাঠে নেমে খেলার জন্য প্রস্তুত হয়েছিলেন। দ্বিতীয় সেশন শুরুর কথা ছিল স্থানীয় সময় বেলা ১টা ২৫ মিনিটে। কিন্তু মাঠের দুই মূল আম্পায়ার অজানা কারণে তখন মাঠে বল গড়ানোর অনুমতি দেননি। পরে জানানো হয়, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ গ্র্যান্ড স্ট্যান্ডে নিজের পোস্টে এখনও হাজির হতে পারেননি। তখন দুই অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ব্যাট হাতে অপেক্ষা করছিলেন। দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে তারা ৬ রানে ২ উইকেট হারিয়েছে। কয়েক মিনিট অপেক্ষার পর তখন বাধ্য হয়ে বাউন্ডারি লাইন থেকে তৃতীয় আম্পায়ারের বক্সে ছুটে যান চতুর্থ আম্পায়ার ফিল গিলেস্পি। যাতে ম্যাচ শুরু করা যেতে পারে। যদিও কিছুক্ষণ পর হাজির হন ইলিংওর্থ।

পরে ক্রিকেট অস্ট্রেলিয়া প্ল্যাটফর্ম এক্সে জানায় এর বিস্তারিত। অদ্ভুত এই ঘটনায় খেলা শুরু হতে দেরি হয়েছে সাত মিনিটের মতো। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘খেলা শুরু হতে দেরি হওয়ার কারণ থার্ড আম্পায়ার লিফটে আটকা পড়েছেন।’

 

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে এলো বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net