সোমবার, মার্চ ১৭, ২০২৫

ইনু ও তার স্ত্রী ৬৫ ভরি স্বর্ণ উপহার পেয়েছিলেন ১৯৭৪ সালে

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।

by ঢাকাবার্তা
হাসানুল হক ইনু ও আফরোজা হক রীনা । ছবি, ইউকে জাসদের সৌজন্যে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু ২৫ ভরি সোনা পেয়েছিলেন। একই সালে তার স্ত্রীর ৪০ ভরি সোনা উপহার পাওয়ার কথা উল্লেখ করা হয়। আসবাবপত্রের বিবরণীতে এক লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা দেখানো হয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া তিন বিঘা জমির দাম উল্লেখ না করলেও রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট আছে। যার দাম দেখানো হয়েছে ১৬ লাখ ১০ হাজার টাকা।

সাবেক এ মন্ত্রীর বার্ষিক আয় ৩৩ লাখ ৭৪ হাজার ৮০৪ টাকা। গত পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে প্রায় চারগুণ। এ ক্ষেত্রে পিছিয়ে নেই তার স্ত্রী আফরোজা হক রীনাও। গত পাঁচ বছরে তার স্ত্রীর সম্পদও বেড়েছে প্রায় তিনগুণ।

হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক রীনা । ছবি, ইউকে জাসদের সৌজন্যে

হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক রীনা । ছবি, ইউকে জাসদের সৌজন্যে

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের টানা তিনবারের সংসদ সদস্য। এর মধ্যে তিনি একবার তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হলফনামায় দেওয়া তথ্যমতে, নিজেকে রাজনৈতিক কর্মী ও প্রকৌশলী হিসেবে উল্লেখ করেছেন। তার আয়ের বড় অংশ আসে ব্যবসা, বেতন-ভাতা, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ ও টিভি টক শো থেকে।
দ্বাদশ সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় ইনু ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন সাত লাখ ৬২ হাজার ১৫৯ টাকা। বেতন-ভাতা থেকে তার আয় ২৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ টাকা। টিভি টকশো ও ব্যাংক সুদ থেকে পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ৭০ টাকা।

এ ছাড়াও তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ আছে গাড়ি বিক্রি থেকে প্রাপ্ত এক কোটি ৫৮ লাখ ১৫৫ টাকা। ইনুর স্ত্রী আফরোজা হকের নগদ টাকা বেড়েছে আরও বেশি। এখন তার নগদ টাকার পরিমাণ এক কোটি ৬১ লাখ ৫৪ হাজার ৮৪৩ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইনুর জমা রয়েছে ১৪ লাখ ৮৪ হাজার ৯২৪ টাকা। তার স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১৬ লাখ ৩৭ হাজার ২৭০ টাকা। হাসানুল হক ইনুর একটি জিপ গাড়ির দাম দেখানো হয়েছে চার লাখ টাকা।

হাসানুল হক ইনু ১৯৪৬ সালের ১২ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। জাতীয় নারী জোটের আহ্বায়ক এবং জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি তার সহধর্মিণী। তাদের এক ছেলে প্রকৌশলী শমিত আশফাকুল হক।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net