রাজনীতি ডেস্ক।।
জ্বালাও পোড়াও এর রাজনীতি বন্ধ করে সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান বিএনপি এবং জামাতের ডাকা চলমান অবরোধের মধ্যে সারাদেশে গণপরিবহনে অগ্নি সংযোগের ঘটনা ঘটছে। গতকাল ১ নভেম্বর, ২০২৩ রাজধানীতে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি রেজোয়ান হক মুক্ত এবং সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস বলেন, ” রাজনীতির এই জ্বালা পোড়াও আন্দোলন থেকে দেশকে রক্ষা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বাসে হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী বাস কখনোই রাজনীনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে না। রাজনৈতিক দলগুলোকে এই জ্বালাও পোড়াও এর আন্দোলন বন্ধ করে সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান জানাই আমরা। একইসাথে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ তদারকি সরকারের অধিনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।”
আরও পড়ুন: পুলিশের পিস্তল ছিনতাইয়ের অভিযোগে রিজভীসহ ৪১৫ জনের বিরুদ্ধে মামলা