খেলা ডেস্ক।।
বিশ্বকাপের ২২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
প্রথম পাওয়ার প্লে’তে দাপট দেখায় পাকিস্তানের ব্যাটাররা। আফগান বোলারদের শাসন করে প্রথম ১০ ওভারে অবিচ্ছেদ্য ওপেনিং জুটিতে তুলে নেয় ৫৬ রান। তবে ১১তম ওভারের প্রথম বলেই উইকেট পেয়ে গেলেন আজমতউল্লাহ ওমরজাই। আফগান পেসারের বল খেলতে গিয়ে নাভিন উল হকের তালুবন্দি হন পাক ওপেনার ইমাম উল হক। সাজঘরে ফেরার আগে ২২ বলে ২ বাউন্ডারিতে ১৭ রান করেন তিনি। ১০.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬০ রান।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী এবং হারিস রউফ।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক এবং নূর আহমেদ।
আরও পড়ুনঃ শচীনকে ছুঁতে পারলোনা কোহলি, নিউজিল্যান্ডের জয়যাত্রা থামালো ভারত