সোমবার, মার্চ ১৭, ২০২৫

শচীনের সেঞ্চুুরির রেকর্ড ছুঁয়ে ৩৫তম জন্মদিন রাঙালেন কোহলি

৪৯তম ওয়ানডে শতকে শচীন টেন্ডুলকারের পাশে বসলেন তিনি। ৪৯তম ওভারে কাগিসো রাবাদার তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন কোহলি

by ঢাকাবার্তা ডেস্ক
শচীনের সেঞ্চুুরির রেকর্ড ছুঁয়ে ৩৫তম জন্মদিন রাঙালেন কোহলি

খেলা ডেস্ক।।

মনে হচ্ছে এওি বিশ্বকাপ হবে কোহলিনামা, এই বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে বিরাট কোহলি। রবিবার নিজের ৩৫তম জন্মদিন রাঙালেন সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে। ৪৯তম ওয়ানডে শতকে শচীন টেন্ডুলকারের পাশে বসলেন তিনি। ৪৯তম ওভারে কাগিসো রাবাদার তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন কোহলি। এজন্য খেলেছেন ১১৯ বল। ২৭৭ ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লিখলেন তিনি।

Virat Kohli equaled Sachin Tendulkar with 49 ODI tons on his 35th birthday, India vs South Africa, Men's ODI World Cup, November 5, 2023

‘হ্যাপি বার্থডে কিং কোহলি’,- ইডেন গার্ডেন্সের গ্যালারি প্রায় সবার হাতেই ভারতের সাবেক অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে প্ল্যাকার্ড। পাওয়ার প্লেতে মাঠে নামতেই গ্যালারি থেকে গর্জন ‘কোহলি, কোহলি’। বিরাট কোহলি মাঠে ঢোকার পর ক্রিজে গার্ড নেওয়ার আগে পর্যন্ত ৭০ হাজারের বেশি দর্শক তাকে দাঁড়িয়ে জন্মদিনে শুভেচ্ছা জানান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রবিবার নিজের ৩৫তম জন্মদিনে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন ডানহাতি ব্যাটার।

Virat Kohli continued his excellent form, India vs South Africa, Men's ODI World Cup, November 5, 2023

কোহলির এই শুভ দিন উপলক্ষে সাজানো হয়েছিল ইডেন গার্ডেন্স। হাজারো ভক্তরা ১৮ নম্বর ভারতীয় জার্সি পরে মাঠে ঢোকেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এই উপলক্ষ স্মরণীয় করতে বিশেষ আয়োজন করেছিল। আইকনিক মাঠে করা তার প্রতিটি সেঞ্চুরি উদযাপনের পোস্টার লাগানো হয়েছিল। স্টেডিয়ামের বাইরে ভরে গিয়েছিল তারকা ব্যাটারের পোস্টারে।

Virat Kohli celebrates his fifty, India vs South Africa, Men's ODI World Cup, November 5, 2023

ষষ্ঠ ওভারে শুবমান গিল আউট হওয়ার পর মাঠে নামেন কোহলি। জন্মদিনে সিক্ত হয়ে আবেগপ্রবণও হতে দেখা গেছে তাকে। ২৯তম ওভারে ৬৭ বলে হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। এছাড়া ভারতের মাটিতে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৬ হাজার ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তারপর আন্তর্জাতিক ওয়ানডেতে অষ্টম ব্যাটার হিসেবে জন্মদিনে সেঞ্চুরি করলেন কোহলি।

 

আরও পড়ুন: টসে জিতে ব্যাটিংয়ে ভারত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net