১৪০
ডেস্ক রিপোর্ট ।।
ভারতের রিয়েলিটি শো ‘বিগবস’। ওটিটিতে বিগ বসের সিজন-৩ বিজয়ী হয়েছেন ৩১ বছর বয়সী সানা মকবুল। পুরস্কার হিসেবে পেয়েছেন তিনি ২৫ লাখ রুপি। বিগ বসের আসরে সানার বন্ধু ছিল নাজী। বিজয়ীর মুকুট পরে জয়ের কৃতিত্ব নাজীকেই দিতে চাইলেন তিনি। অন্যদিকে বিগ বসে দ্বিতীয় স্থানে রয়েছেন নাজী। এদিন আসা থেকে শুরু করে একসঙ্গে কাটানো সানা-নাজীরের বিভিন্ন মুহূর্তকে দেখানো হয় ‘বিগ বস’-এর পর্দায়। তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই। শোয়ের শুরু থেকে প্রতিপর্বে দর্শকদের কাছ থেকে বিপুল ভোট পেয়েছেন তিনি। পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন।
জানা গেছে, রিয়ালিটি শোয়ের ঘরে সবার সঙ্গেই সুসম্পর্ক রেখে চলতেন সানা। তার খেলা দেখে ভীষণ আনন্দ পেতেন দর্শকরা। তাই প্রত্যেকবারই বিপুলসংখ্যক ভোট পেয়েছেন তিনি। শোতে তাকে যখনই কোনো কাজ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতেন সানা।
প্রসঙ্গত, ‘বিগ বস’-এর আসরের ফাইনালিস্ট হিসেবে ছিলেন- সানা মকবুল ও নাজী, রণবীর শোরে, সাই কেতন রাও, কৃতি মালিক।