স্টাফ রিপোর্টার ।।
পুরান ঢাকার কিংবদন্তী ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হত্যা মামলার প্রস্তুতি শুরু হয়েছে। পিন্টু কারাগারে থাকাকালীন ৩ মে ২০১৫ তারিখে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন। সেখানে তিনি অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিন্টুর পরিবার তখন এটিকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দেয়।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ভাই নাসিম আহমেদ রিন্টু তার ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। রিন্টু তার পোস্টে উল্লেখ করেন, ‘আমি নাসির উদ্দিন পিন্টুর হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। যারা এই বিষয়ে সহযোগিতা করতে পারবেন, তাদের আমার সাথে যোগাযোগ করতে অনুরোধ করছি।’
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ‘বিশেষ করে উনার সাথে রাজশাহী জেলে যারা অবস্থান করছিলেন, তাদের কাছে যদি কোনো তথ্য বা প্রমাণ থাকে, তাহলে আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’
পরে রিন্টু ঢাকাবার্তাকে বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘আইনের বিষয়, তাই লয়ারের পরামর্শ সাপেক্ষে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। ইতোমধ্যে অনেকটা অগ্রসরও হয়েছি আমরা’।
উল্লেখ্য যে, ২০০৯ সালে বাংলাদেশ বিডিআর বিদ্রোহের সাথে জড়িত থাকার অভিযোগে পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি বিদ্রোহীদের পরিবহন সরবরাহ করে সহায়তা করেছিলেন বলে আদালতে উল্লেখ করা হয়।