মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

কারামুক্ত হলেন আদিলুর-এলান

রায়ের বিরুদ্ধে আদিলুর ও এলানের করা আপিল ১০ই অক্টোবর শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট

by ঢাকাবার্তা ডেস্ক
কারামুক্ত হলেন আদিলুর-এলান

ঢাকাবার্তা ডেস্ক।।

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার সন্ধ্যায় তারা কারামুক্ত হন বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন।

এক দশক আগে করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গত ১৪ই সেপ্টেম্বর আদিলুর ও এলানকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

কারাগার থেকে মুক্তি পেলেন অধিকারের আদিলুর ও এলান

 

রায়ের বিরুদ্ধে আদিলুর ও এলানের করা আপিল ১০ই অক্টোবর শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে তাদের জামিন মঞ্জুর করা হয়।

 

আরও পড়ুনঃ বিচারপতি ইমদাদুল হক আজাদ সংবর্ধনা নেবেন না

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net