রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

চাচার বিরুদ্ধে আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি : সাদ এরশাদ

‘জাপা চেয়ারম্যান জিএম কাদের চাচা আমার আসন ছিনতাই করেছেন। এই আসন ছাড়া কোনও আসনে নির্বাচন করবো না।’

by ঢাকাবার্তা
সাদ এরশাদ

রংপুর প্রতিনিধি ।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের নামে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জিএম কাদেরের মনোনয়নপত্র জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

তবে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি রংপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। মনোনয়নপত্র না নিলেও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে সাদ এরশাদ বলেন, ‘জাপা চেয়ারম্যান জিএম কাদের আমার আসন ছিনতাই করেছেন। এই আসন ছাড়া কোনও আসনে নির্বাচন করবো না। আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি।’

রংপুর-৩ আসনে এবার মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি এখনও মনোনয়নপত্র জমা দেননি। বৃহস্পতিবার জমা দেবেন। একই আসনে বুধবার বিকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাকের পার্টির প্রার্থী লায়লা আরজুম আরা বেগম।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের ছয়টি সংসদীয় আসনে ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বুধবার দুই জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net