রাজনীতি ডেস্ক।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওবায়দুল কাদের ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেননি তিনি।
রংপুর-৫ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির দীর্ঘদিনের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এর ছেলে রাশেক রহমান।
ছেলেকে নমিনেশন পাইয়ে দিতে আশিকুর রহমান এবার মনোনয়ন কিনেননি এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার এই আসন ছেলেকে দিতে অনুরোধ জানিয়েছিলেন বলে গুঞ্জন আছে। এর আগে গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
আরও পড়ুন: ২৯৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা