রবিবার, আগস্ট ১০, ২০২৫

বন্ধ করা হচ্ছে বেইলি রোডের ১২ রেস্তোরাঁ

এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, আমরা শুধু বেইলি রোডে নয়; যেসব ইমারত অনুমোদিত নকশায় রেস্তোরাঁ করার সুযোগ রাখা হয়নি সেখানে যেন ট্রেড লাইসেন্স ইস্যু না করে, সে জন্য উদ্যোগ নিয়েছি।

by ঢাকাবার্তা ডেস্ক
বন্ধ করা হচ্ছে বেইলি রোডের ১২ রেস্তোরাঁ

রাজধানী ডেস্ক।।

বেইলি রোডের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনার জের ধরে এবার স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ওই এলাকার ১২টি রেস্তোরাঁ ও কফিশপ। এসব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে রাজধানী  উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে।  রাজউকের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন সম্প্রতি ১২টি রেস্তোরাঁর তালিকাসহ একটি চিঠি দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে। এরপরই ডিএসসিসি এসব প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া ট্রেড লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে রাজউক ও ডিএসসিসি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, আমরা শুধু বেইলি রোডে নয়; যেসব ইমারত অনুমোদিত নকশায় রেস্তোরাঁ করার সুযোগ রাখা হয়নি সেখানে যেন ট্রেড লাইসেন্স ইস্যু না করে, সে জন্য উদ্যোগ নিয়েছি। আর যেগুলো এ বিষয়টি মাথায় না রেখে আগে ইস্যু করা হয়েছে তা বাতিলের জন্য চিঠি দিয়েছি। এটা সিটি করপোরেশনের দুই প্রধান নির্বাহীকেই দেয়া হয়েছে।

একই এ বিষয়ে ডিএসসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী বলেন, রাজউকের চিঠি পেয়ে আমরা ট্রেড লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছি। এ বিষয়ে দুই সংস্থা মিলে কাজ করবে।

রাজউক সূত্রে জানা গেছে, অনুমোদিত নকশার বাইরে গিয়ে স্থাপনা ব্যবহার করা হচ্ছে। ট্রেড লাইসেন্স নিয়ে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করা হচ্ছে। তাই বেইলি রোডের স্পাইস অ্যান্ড হার্বস, বুমার্স ক্যাফে, দি ডাইনিং অ্যান্ড লঞ্জ, নবাবী ভোজ, ভূতের আড্ডা রেস্টুরেন্ট, কোকো ক্যাফে, ফখরুদ্দীন বিরিয়ানি, বিএফসি রেস্টুরেন্ট, ম্যাডশেফ, সিচুয়ান, ব্রাঞ্চ এট ও পিটার অ্যান্ড বার্গার নামের ১২টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টিতে আগুন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net