বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বিচারপতি হলেন মুবিনা আসাফ

by ঢাকাবার্তা
মুবিনা আসাফ। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন মুবিনা আসাফ (প্রীতি)। দীর্ঘ ও সফল কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি দেশের বিচার ব্যবস্থায় নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছেন। বিচারপতি মুবিনা আসাফের এই নিয়োগ বিচার বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মুবিনা আসাফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে আইন পেশায় যোগ দেন। ১৯৯৩ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। কর্মজীবনের শুরুতে তিনি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ অ্যান্ড অ্যাসোসিয়েটসে কাজ করেন। এরপর ১৯৯৬ সালে হাইকোর্টে এবং ২০০৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

পেশাগত জীবনে মুবিনা আসাফ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। পরবর্তীতে তিনি কর্পোরেট আইনজীবী হিসেবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লিগ্যাল ডিপার্টমেন্টের প্রধান হিসেবে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

মুবিনার বাবা আসাফ্‌উদ্দৌলাহ্ একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী আমলা। উনি সিএসপি কর্মকর্তা ছিলেন। তিনি গীতিকার, সুরকার, বক্তা এবং বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ডের সাবেক সচিব ছিলেন। তিনি ইংরেজি দৈনিক দ্যা বাংলাদেশ টুডে-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সরকারের একুশে পদকে ভূষিত হন। নজরুলগীতির কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম আসাফ্‌উদ্দৌলাহ্র বড় বোন।

এছাড়া, সুপ্রিম কোর্টের ইতিহাসে একসঙ্গে নিয়োগ পাওয়া অন্য ৪ নারী বিচারপতি হলেন, নাসরিন আক্তার, আইনুন্নাহার সিদ্দিকা, তামান্না রহমান এবং সাথিকা হোসেন। তাদের নিয়োগ বিচার বিভাগে নারীর ক্ষমতায়নে আরও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net