শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

মোহাম্মদ আজম বাংলা একাডেমির মহাপরিচালক

by ঢাকাবার্তা
বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম

ঢাবি প্রতিনিধি ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ড. আজমের নিয়োগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।

নিয়োগের বিষয়ে ড. মোহাম্মদ আজমের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে বিষয়টি জানিয়েছে।

মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন।

ড. মোহাম্মদ আজম রচিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘সংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ’, ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’, ‘মিখাইল বাখতিন’ ও ‘হুমায়ূন আহমেদ : পাঠপদ্ধতি ও তাৎপর্য’। তার সম্পাদিত গ্রন্থ ‘চিন্তার মুসিবত : তালাল আসাদের বাতচিত’, ‘নির্বাচিত কবিতা : সৈয়দ আলী আহসান’ ও ‘কবি ও কবিতার সন্ধানে’।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net