খেলা ডেস্ক।।
আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে সোমবার মিরপুরে যুব বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত এশিয়া কাপের দলটি রেখে দিয়েছে হান্নান সরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। যুব দলের অধিনায়ক হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করছিলেন আহরার আমিন। তবে এশিয়া কাপের আগে নেতৃত্ব দেওয়া হয় মাহফুজুর রহমান রাব্বিকে। বিশ্বকাপে তার ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। রাব্বির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আহরার আমিন। মিরপুরে চলছে যুবাদের অনুশীলন ক্যাম্প। ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন তারা। বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে সেখানে ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষ তারা একটি আনঅফিশিয়াল ম্যাচ খেলবে। সেখানেও চলবে ক্যাম্প।
এরপর ১৪ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রাব্বিরা। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ মিশন। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, ভারত ও আয়ারল্যান্ড।