রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

রাজধানীতে ট্রেনের পর বাসেও আগুন

এদিকে এ ঘটনার আধা ঘণ্টা আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে

by ঢাকাবার্তা ডেস্ক
রাজধানীতে ট্রেনের পর বাসেও আগুন

রাজধানী ডেস্ক।।

বিএনপি ও দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে রাজধানী ঢাকার ডেমরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত নয়টার দিকে রমজান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে তাঁর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে এ ঘটনার আধা ঘণ্টা আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আগুন কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিল। ঘটনার পরপরই এলাকাবাসী যে যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল।

এ ছাড়া রাত সাড়ে নয়টার দিকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে ও সংলগ্ন এলাকায় চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ কিছু দল অংশ নিলেও বিএনপিসহ কিছু দল বর্জন করেছে। নির্বাচন সামনে রেখে আগামীকাল শনিবার সকাল ছয়টা থেকে আগামী সোমবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

 

 

আরও পড়ুন: রাজধানীতে ‘বেনাপোল এক্সপ্রেসে’র ৫ বগিতে আগুন, নিহত ৪ 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net