শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

রাজধানীতে মদের বিষক্রিয়ায় কিশোরের মৃত্যু

আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

by ঢাকাবার্তা ডেস্ক
রাজধানীতে মদের বিষক্রিয়ায় কিশোরের মৃত্যু

রাজধানী ডেস্ক।।

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় মদপানের পর বিষক্রিয়ায় ‘ও লেভেল’-এর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার বয়স ১৭ বছর। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, হাসপাতালের নিবন্ধন খাতায় মৃত্যুর কারণ হিসেবে লেখা রয়েছে, ‘অ্যালকোহল পয়জনিং’। কিশোরের বাবা গণমাধ্যমকে বলেন, তাঁর ছেলের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। তবে সে বাইরে থেকে কিছু পান করে এসেছে কি না, তা তিনি জানেন না।

 

আরও পড়ুন: ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net