মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

রাজশাহীতে ২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ১১ জনের মধ্যে পাঁচজন প্রার্থীকে অবৈধ ও ছয়জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে

by ঢাকাবার্তা ডেস্ক
রাজশাহীতে ২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাজনীতি ডেস্ক।।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৬০ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ এই ঘোষণা দেন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এই আসন থেকে ১১ জন প্রার্থী মনোনয়ন তুলেছিলেন। এর মধ্যে চারজনকে বাতিল ও সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জামাল খান দুদু, আল সাদ, বশির আহমেদ, নুরুন্নেসা, মোহাম্মদ শামসুদ্দিন ও শামসুজ্জোহা। আর প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, মাহিয়া মাহি ও আয়েশা সিদ্দিকা ডালিয়া।

রাজশাহী-২ (সদর) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ছয়জন অবৈধ ও সাতজনকে বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- ফজলে হোসেন বাদশা, আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, সাইফুল ইসলাম স্বপন, মোহাম্মদ আলী, কামরুল হাসান, ইয়াসির আলিফ বিন হাবিব ও মোহাম্মদ মারুফ শাহরিয়ার। অবৈধরা হলেন- আবু রায়হান মাসুদ, রেজাউন নবী আল মামুন, শফিকুর রহমান বাদশা, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ শামিম।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ১১ জনের মধ্যে পাঁচজন প্রার্থীকে অবৈধ ও ছয়জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- আসাদুজ্জামান আসাদ, বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আয়েন উদ্দিন, একেএন মতিউর রহমান, সোলায়মান হোসেন, আবদুস সালাম, বজলুর রহমান। অবৈধরা হলেন- মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ নিপু হোসেন, মোহাম্মদ সইবুর রহমান ও এনামুল হক।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে সাতজনের মধ্যে চারজনকে অবৈধ ও তিনজনকে বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- সংসদ সদস্য এনামুল হক, সাইফুল ইসলাম রায়হান আবুল কালাম আজাদ। আর মো. বাবুল হোসেন, মতিউর রহমান, জিন্নাহতুল ইসলাম জিন্নাহ ও আবু তালেব প্রামানিককে অবৈধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে তিনজনকে অবৈধ ও ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বৈধরা হলেন- সংসদ সদস্য মনসুর রহমান, মোখলেসুর রহমান, সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও আবুল হোসেন। অবৈধ প্রার্থীরা হলেন- ওবায়দুর রহমান, আহসান উল হক মাসুদ ও আলতাফ হোসেন মোল্লা।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন অবৈধ ও সাতজনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- সংসদ সদস্য শাহরিয়ার আলম, জুলফিকার মান্নান জামী, মহসীন আলী, রাহেনুল হক, রিপন আলী, সামসুদ্দীন রিন্টু ও আব্দুস সামাদ। এ ছাড়া ইসরাফিল বিশ্বাস ও খাইরুল ইসলামকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

 

আরও পড়ুন: বন্ধুর কাছে ঋণী শামীম ওসমানের বাৎসরিক আয় ৭৮ লাখ টাকা!

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net