সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডে খেলবে বাংলাদেশ, ফিরেছেন সৌম্য

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা নতুন ক্রস ফরম্যাট অধিনায়ক পাওয়ার চেষ্টা করছি। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটে নাজমুলকে নিযুক্ত করেছি

by ঢাকাবার্তা ডেস্ক
শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডে খেলবে বাংলাদেশ, ফিরেছেন সৌম্য

খেলা ডেস্ক।।

লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব করার বাসনা ব্যক্ত করেছিলেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার। এই ব্যাটারকে নিয়ে হয়তো বড় কিছু ভাবা হচ্ছে। নিউজিল্যান্ড সফরেও সাদা বলের দুটি সিরিজে তাকে দেওয়া হয়েছে নেতৃত্ব।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা নতুন ক্রস ফরম্যাট অধিনায়ক পাওয়ার চেষ্টা করছি। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটে নাজমুলকে নিযুক্ত করেছি। দিন যত যাবে, সে আরও পরিণত হবে। তবে যেভাবে সে তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে দিচ্ছে, তাতে আমরা অভিভূত।’পিতৃত্বকালীন ছুটি শেষে এই সফরে দলের সঙ্গে যোগ দেবেন লিটন দাস। দুটি সিরিজের দলেই রাখা হয়েছে তাকে। দুই ফরম্যাটেই শান্তর ডেপুটি মেহেদী হাসান মিরাজ।

সপ্তাহখানেক আগে শেষ হওয়া বিশ্বকাপ স্কোয়াডের ১১ জন তাদের ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন। আফিফ হোসেন ও সৌম্য সরকার ওয়ানডে দলে ফিরেছেন। প্রথমবার ৫০ ওভারের ফরম্যাটে ডাক পেয়েছেন রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। প্রধান নির্বাচক জানান, নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা থাকার কারণে সৌম্য ও আফিফকে নেওয়া হয়েছে। আর রিশাদ ও রকিবুল অনেকদিন ধরে তাদের নজরে আছেন।

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ততার কারণে এই সফরে থাকবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরিতে বাইরে থাকতে হচ্ছে মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদকে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও এই ফরম্যাটের দলে জায়গা পেয়েছেন সৌম্য। তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিবও ডাক পেয়েছেন। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা নাসুম আহমেদ ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন।

আগামী ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর হবে ওয়ানডে। ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর হবে তিন টি-টোয়েন্টি।

বাংলাদেশ স্কোয়াড (ওয়ানডে সিরিজ):  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।

বাংলাদেশ স্কোয়াড (টি-টোয়েন্টি সিরিজ):  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

 

আরও পড়ুন:  শান্তর মাইলফলক ছোঁয়ার ম্যাচে বাংলাদেশের অনিন্দ্য সুন্দর দিন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net