ডেস্ক রিপোর্ট ।।
দীর্ঘ ১০ বছর পর আবারও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রেকর্ড গড়া রান তাড়া করে ৩–০ ব্যবধানে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা।
বাংলাদেশের দেওয়া ৩২২ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ টপকে গেছে ২৫ বল হাতে রেখে এবং ৪ উইকেট অক্ষত রেখে। জয়ের নায়ক অভিষিক্ত আমির জাঙ্গু, যিনি অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছেন। তার সঙ্গে কিসি কার্টি ৯৫ রান এবং গুড়াকেশ মোতির ঝোড়ো ৪৪ রানের ইনিংস ক্যারিবীয়দের সহজ জয় নিশ্চিত করে।

অভিষেকেই অনবদ্য জাঙ্গু
২০১৪ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলও ওয়েস্ট ইন্ডিজে একইভাবে ৩–০ ব্যবধানে সিরিজ হেরেছিল। এবার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বড় সংগ্রহ গড়েও লড়াইয়ে টিকতে পারেনি।
সবশেষ ৩ বছর ৯ মাস আগে, ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে তামিম ইকবালের দল ৩–০ ব্যবধানে হেরেছিল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৫
(মাহমুদউল্লাহ ৮৪*, মিরাজ ৭৭, সৌম্য ৭৩, জাকের ৬২*; জোসেফ ২/৪৩, রাদারফোর্ড ১/৩৭, মোতি ১/৬৪)।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৫.৫ ওভারে ৩২৫/৬
(জাঙ্গু ১০৪*, কার্টি ৯৫, মোতি ৪৪*, রাদারফোর্ড ৩০; রিশাদ ২/৬৯, তাসকিন ১/৪৯, হাসান ১/৫২, নাসুম ১/৫৬)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আমির জাঙ্গু।
ম্যান অব দ্য সিরিজ: শেরফান রাদারফোর্ড।
সিরিজ: ৩–০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের জয়।