শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

অপেক্ষার পালা শেষ হচ্ছে, মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি

by ঢাকাবার্তা ডেস্ক
অপেক্ষার পালা শেষ হচ্ছে, মাঠে নামছে বাংলাদেশ

চার বছর অপেক্ষার পর আরও একটি বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। দুই দিন আগে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের শুরুটা হচ্ছে শনিবার সকালে। এই বিশ্বকাপ ঘিরে রঙিন স্বপ্ন বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের। স্বপ্ন আছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

বিশ্বকাপের আগে মাঠের বাইরে নানা বিতর্ক চললেও ২২ গজের লড়াইয়ে ভালো করার প্রত্যয় টিম বাংলাদেশের। গোহাটিতে বিশ্বকাপের দুই আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার পর ধর্মাশালায় দুই দিনের প্রস্তুতিতে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত সাকিব আল হাসানের দল। প্রধান কোচ হাথুরুসিংহের কথাতেই তা স্পষ্ট। সব বিতর্ক পেছনে রেখে সামনের দিকে তাকিয়ে তার শিষ্যরা।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘সবাই তো বিশ্বকাপ জিততেই চায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা যদি গ্রুপ পর্বে চার-পাঁচটি ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। আমার মনে হয়, সেমিতে ওঠার মতো যথেষ্ট ভালো দল রয়েছে আমাদের। তারা সেটি করতে পারবে।’

তাসকিন আহমেদের নেতৃত্বে শনিবার একাদশে দেখা যেতে পারে তিন পেসারকে

বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের চেয়ে অভিজ্ঞতায় অনেকখানি এগিয়ে বাংলাদেশ। সাকিব ও মুশফিকুর রহিম নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন। মাহমুদউল্লাহ খেলবেন নিজের চতুর্থ বিশ্বকাপ। এ ছাড়া তাসকিন ও মোস্তাফিজ নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

দলের অনেকের প্রথম বিশ্বকাপ হলেও, বেশ কয়েকজন ক্রিকেটার কয়েক বছর ধরে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। সব মিলিয়ে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দারুণ সমন্বয় আছে বাংলাদেশ দলে। এমন দল নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করার কথা বাংলাদেশরই। কিন্তু পরিসংখ্যান আর কাগজে-কলমের হিসাব কখনোই মাঠের লড়াইয়ে টেকে না। সেরা ক্রিকেট খেলেই জয়ের পতাকা উড়াতে হয়।

ওপেনিং পজিশনে লিটনের সঙ্গী হবে কে, এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট টসের আগেভাগে সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে গেছেন প্রধান কোচ হাথুরুসিংহে, ‘আমাদের দুটি বিকল্প আছে। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকবো। আমরা দেখবো, আগামীকাল আমরা আগে ব্যাট করবো নাকি পরে, এরপর সিদ্ধান্ত নেবো।’

প্রস্তুতি ম্যাচে সাকিবকে পাওয়া না গেলেও, আফগানদের বিপক্ষে ঠিকই খেলবেন সাকিব। তবে তিন পেসারের সঙ্গে তিনজন বিষেজ্ঞ স্পিনার খেলানোর কারণে বাদ পড়তে পারেন বিশ্বকাপে ফেরা মাহমুদউল্লাহ। তাসকিন আহমেদের নেতৃত্বে শনিবার একাদশে দেখা যেতে পারে তিন পেসারকে। মিরাজ ও সাকিব ছাড়া বাড়তি আরও একজন স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনা প্রকট।

এদিকে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি জানিয়েছে রেখেছেন, বাংলাদশের শক্তি ও দুর্বলতার ব্যাপারে তারা অবগত। সঠিক পরিকল্পনা করে বাংলাদেশকে হারাতে চান তারা, ‘আমরা একে অন্যের বিপক্ষে অনেক খেলেছি। কখনও আমরা জিতি, কখনও তারা। এশিয়া কাপে সর্বশেষ ম্যাচে তারা জিতেছে। আমরা নিজেদের ভালোভাবে প্রস্তুত করেছি। ম্যাচে সেরাটা দেবো। আমাদের শক্তিমত্তায় মনোযোগ দিয়ে ও বাংলাদেশের দুর্বলতা অনুযায়ী খেলবো। আমরা চেষ্টা করব ম্যাচে ইতিবাচক থাকতে।’

আরও পড়ুনঃ বিশ্বকাপের সব মাঠে গরমের ভোগান্তি দূর করতে বিনা মূল্যে পানি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net