শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

ভারত দুই সেঞ্চুরিতে ভর করে ৩৯৮ রানে থামলো

সরাসরি/ প্রথম সেমিফাইনাল

by ঢাকাবার্তা ডেস্ক
ভারত দুই সেঞ্চুরিতে ভর করে ৩৯৮ রানে থামলো

খেলা ডেস্ক।।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি। ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাটিং করে ৩৯৮ রান করেছে ভারত। ব্যাটিংয়ে কোহলির ১১৭ রান ছাড়াও ১০৫ রান করেন শ্রেয়াস আয়ার।

   Shreyas Iyer scored back-to-back World Cup tons, India vs New Zealand, ICC Men's World Cup 2023, 1st semi-final, Mumbai, November 15, 2023

এক সেঞ্চুরিতে জোড়া রেকর্ড গড়ে ফিরলেন কোহলি 

১১৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ১১৭ রান করে ফিরলেন। এই ইনিংস খেলার পথে এক বিশ্বকাপে সর্বোচ্চ রান ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙেন তিনি। দু’টি রেকর্ডই এতদিন তার সাবেক সতীর্থ শচীন টেন্ডুলকারের দখলে ছিল।

Virat Kohli celebrates his 50th ODI hundred, India vs New Zealand, ICC Men's World Cup 2023, 1st semi-final, Mumbai, November 15, 2023

আহত হয়ে মাঠ ছাড়লেন গিল

সিঙ্গেল নিতে গিয়ে অস্বস্তি লাগছিল গিলের। এরপর মাঠ ছেড়ে উঠে গেলেন তিনি। তবে ক্র্যাম্প নাকি হ্যামস্ট্রিংয়ের চোট, সেটি বোঝা যায়নি। মাঠ ছাড়ার আগে ৬৫ বলে ৭৯ রান করেন তিনি। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন শ্রেয়াস আয়ার।

Virat Kohli conquered number 50 in front of a packed Mumbai crowd, World Cup semi-final, Mumbai, November 15, 2023

ভারতের ঝড় চলছেই, দলীয় রান ১০০ পার হলো 

রোহিত ফেরার পর ঝড় চালাচ্ছেন আরেক ওপেনার শুভমন গিল। তাতে ১২.২ ওভারেই ভারতের দলীয় রান ১০০ পার হয়েছে। ১২.৩ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০৩ রান।

 

উইলিয়ামসনের দুর্দান্ত ক্যাচে রোহিত ঝড় থামালো নিউজিল্যান্ড 

সময়ের সঙ্গে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিলেন রোহিত শর্মা। অবশেষে তাকে থামাতে পারলো নিউজিল্যান্ড। টিম সাউদির বলে তার মারা শট অনেক উঁচুতে উঠে গেছিল, দৌড়ে গিয়ে নিখুঁত দক্ষতায় সেটি তালুবন্দি করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফেরার আগে ২৯ বলে ৪৭ রান করেন রোহিত।

Virat Kohli leaps to ODI ton No. 50, India vs New Zealand, ICC Men's World Cup 2023, 1st semi-final, Mumbai, November 15, 2023

শুরুতেই রোহিত ঝড়ের কবলে নিউজিল্যান্ড 

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত। শুরু থেকেই অধিনায়ক রোহিত শর্মা আগ্রাসী ব্যাটিং করছেন। রোহিত ঝড়ের কবলে পড়ে লাইন লেন্থ ঠিক করতেই হিমশিম খাচ্ছেন নিউজিল্যান্ডের বোলাররা। ৪.৪ ওভারেই ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছে ৪৪ রান। যেখানে ১৮ বলে ৩৪ রানই এসেছে রোহিতের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

Shubman Gill has a chat with physio Kamlesh Jain before leaving the ground, India vs New Zealand, ICC Men's World Cup 2023, 1st semi-final, Mumbai, November 15, 2023

ভারত একাদশ 

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ 

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট।

 

আরও পড়ুন: পাকিস্তানের হতাশাজনক বিশ্বকাপ শেষে মরকেলের পদত্যাগ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net