রংপুর প্রতিনিধি ।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের নামে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জিএম কাদেরের মনোনয়নপত্র জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।
তবে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি রংপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। মনোনয়নপত্র না নিলেও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে সাদ এরশাদ বলেন, ‘জাপা চেয়ারম্যান জিএম কাদের আমার আসন ছিনতাই করেছেন। এই আসন ছাড়া কোনও আসনে নির্বাচন করবো না। আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি।’