রবিবার, আগস্ট ৩, ২০২৫

ঢাকা-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সালাম মাহমুদ

২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর যুক্তফ্রন্টের চেয়ারম্যান সালাম মাহমুদকে গণভবনে চা চক্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানান

by ঢাকাবার্তা ডেস্ক
ঢাকা-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সালাম মাহমুদ

স্টাফ রিপোর্টার।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইং চীফ সালাম মাহমুদ কে ঢাকা ২  আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী মনোনীত করা হয়েছে। সালাম মাহমুদ শেরে বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টি কেএসপি’র মহাসচিব ও সভাপতি এবং ৩৫ দলীয় জোট যুক্তফ্রন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে জোটের সদস্যদের নিয়ে সংলাপে অংশগ্রহণ করেন।

২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর যুক্তফ্রন্টের চেয়ারম্যান সালাম মাহমুদকে গণভবনে চা চক্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। সালাম মাহমুদ তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তৃণমূল বিএনপির কাউন্সিলে তাকে পুণরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

পেশাগত ক্ষেত্রে সালাম মাহমুদ দুই যুগের অধিক সময় ধরে দৈনিক জনকণ্ঠ, দৈনিক আজকের কাগজ, দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, দৈনিক বাংলা বাজার পত্রিকা, দৈনিক আজকালের খবর পত্রিকায় সাংবাদিকতা করেন। দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকায় গত ৮ বছর ধরে যুগ্ম সম্পাদক ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। গ্রুপ থিয়েটারভিত্তিক নাট্যান্দলনে সালাম মাহমুদ নাগরিক নাট্যাঙ্গনের কর্মী হিসেবে ২০ বছর নাট্য চর্চা করেছেন এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। টেলিভিশন ও মঞ্চের বেশ কিছু নাটকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। শাজাহান চৌধুরী পরিচালিত মধুমতি চলচ্চিত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনে অর্থনীতি বিষয়ক টকশো, ডিজিটাল অর্থনীতি, জয়যাত্রা টেলিভিশনে ‘জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ’ জয়যাত্রা মুজিববর্ষ অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।

 

বর্তমানে তিনি বাংলাদেশ কালচারাল ডেভেলপমেন্ট ফেডারেশন এর মহাসচিব এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা সাব এডিটর কাউন্সিল, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সদস্য। ঢাকা সাংবাদিক ইউনিয়নের গত নির্বাচনে তিনি সোহেল হায়দার চৌধুরী- মেহেদী হাসান পরিষদে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গোলাম দস্তগীর ও এনামুর রহমানকে শোকজ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net