খেলা ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ধরে রাখার মিশনে নামবে ইংল্যান্ড। ক্যারিবিয়ান কন্ডিশনে সমস্যার মুখোমুখি না হতে স্বাগতিকদের সাবেক অধিনায়ককে সাপোর্ট স্টাফ দলে নিযুক্ত করলো তারা। রবিবার দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি) কিয়েরন পোলার্ডকে সহকারী কোচের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে সুনাম অর্জন করেছেন পোলার্ড। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতাতে রেখেছেন অবদান। ৩৬ বছর বয়সী সাবেক অলরাউন্ডার ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আইপিএল জিতেছেন পাঁচবার। শুধুমাত্র এই বিশ্বকাপের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘পোলার্ড ইংল্যান্ড পুরুষ দলের সঙ্গে যোগ দিবেন বিশেষত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। স্থানীয় কন্ডিশন সম্পর্কে ধারণা দিবেন। পোলার্ড ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের সঙ্গী ছিলেন। এবং এই ফরম্যাটে ছয়শরও বেশি ম্যাচ খেলার বিশাল অভিজ্ঞতা আছে তার।’ গত বছর পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতেছিল ইংল্যান্ড। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাঠে ৩-২ এ পাঁচ ম্যাচের সিরিজ হারে তারা। ২০ দলের অংশগ্রহণে আগামী ৪ জুন শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন: ২০২৩ সালে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান শান্তর, উইকেট শরিফুলের