স্টাফ রিপোর্টার।।
রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনই চালু হলো। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই দুটি স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুটি স্থানে মেট্রোরেল স্টেশন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলেন, এই দুটি স্টেশন বাণিজ্যিক ও জনবহুল এলাকায় হওয়ায় প্রতিদিন অনেক মানুষের জন্য যাতায়াতে সুবিধা পাবে।
মিরপুর থেকে আসা হাফিজ কাজ করেন বসুন্ধরা শপিং মলের একটি জুতার শোরুমে। তিনি বলেন, ‘আমাকে প্রতিদিন কাজের জন্য মার্কেটে আসতে হয়। কারওয়ান বাজার স্টেশন খুলে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে। কারণ আমার মিরপুর থেকে সকালে বসুন্ধরা সিটিতে আসতে ১ ঘণ্টারও বেশি সময় লেগে যেতো।’
শাহবাগে আসা এক যাত্রী শরীফ বলেন, ‘মেট্রোরেল এমনিতেই আমাদের যাতায়াতের ভোগান্তি অনেক কমিয়ে দিয়েছে। আর আজ থেকে সবগুলো স্টেশন খুলে দেওয়া হয়েছে, এতে আমাদের কষ্ট আরও কমবে। এখন শুধু সময় বাড়ানোর অপেক্ষা।’
মেট্রোরেল লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশন রয়েছে। স্টেশনগুলো হলো- উত্তরা উত্তর, উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল।