বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

প্রথমবার সব স্টেশনেই থামলো মেট্রোরেল

রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুটি স্থানে মেট্রোরেল স্টেশন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলেন, এই দুটি স্টেশন বাণিজ্যিক ও জনবহুল এলাকায় হওয়ায় প্রতিদিন অনেক মানুষের জন্য যাতায়াতে সুবিধা পাবে।

by ঢাকাবার্তা ডেস্ক
প্রথমবার সব স্টেশনেই থামলো মেট্রোরেল

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনই চালু হলো। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই দুটি স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুটি স্থানে মেট্রোরেল স্টেশন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলেন, এই দুটি স্টেশন বাণিজ্যিক ও জনবহুল এলাকায় হওয়ায় প্রতিদিন অনেক মানুষের জন্য যাতায়াতে সুবিধা পাবে।

মিরপুর থেকে আসা হাফিজ কাজ করেন বসুন্ধরা শপিং মলের একটি জুতার শোরুমে। তিনি বলেন, ‘আমাকে প্রতিদিন কাজের জন্য মার্কেটে আসতে হয়। কারওয়ান বাজার স্টেশন খুলে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে। কারণ আমার মিরপুর থেকে সকালে বসুন্ধরা সিটিতে আসতে ১ ঘণ্টারও বেশি সময় লেগে যেতো।’

শাহবাগে আসা এক যাত্রী শরীফ বলেন, ‘মেট্রোরেল এমনিতেই আমাদের যাতায়াতের ভোগান্তি অনেক কমিয়ে দিয়েছে। আর আজ থেকে সবগুলো স্টেশন খুলে দেওয়া হয়েছে, এতে আমাদের কষ্ট আরও কমবে। এখন শুধু সময় বাড়ানোর অপেক্ষা।’

মেট্রোরেল লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশন রয়েছে। স্টেশনগুলো হলো- উত্তরা উত্তর, উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল।

 

এরমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আপাতত মেট্রোরেল চলাচল করবে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আগামী তিন মাসের মধ্যে সবগুলো স্টেশনের সময় সমন্বয় করে দেওয়ার পরিকল্পনা রয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের। তখন সকাল থেকে রাত পর্যন্ত চলবে শহরের আধুনিক এই গণপরিবহন।

বর্তমানে দিনে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস মেট্রোরেল চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবছর মেট্রোরেলের আশপাশ এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠিও দেওয়া হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net