খেলা ডেস্ক।।
২০২৩ সালে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট। বছরের শেষটাও করেছে রঙিন ভাবে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রথম জয়। সবমিলিয়ে দারুণ সময়ই বলা চলে। নতুন বছরে আরও অনেক বড় চ্যালেঞ্জ। এই বছরও ব্যস্ত সূচির অপেক্ষায় নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর মধ্য দিয়ে। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে প্রায় দেড় মাসের এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট শেষ হতেই বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। মার্চে এসে তারা খেলবে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। এপ্রিলে জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসবে। এই সফরে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।
জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কুড়ি ওভারের এই বিশ্বআসর চলবে। এই টুর্নামেন্ট শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তবে কোথায় খেলাগুলো হবে সেটি এখনো নিশ্চিত হয়নি। এই সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা। সিরিজটির সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত।
আরও পড়ুন: যুব বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির, অধিনায়ক রাব্বি