খেলা ডেস্ক।।
ভারতের চতুর্থ টেস্টে দারুণ শুরু হয়েছে ইংল্যান্ডের। জো রুট করেছেন সেঞ্চুরি। ভারতের তার দশম শতকে প্রথম দিনে দাপট দেখালো ইংলিশরা। শুক্রবারের খেলা শেষে তাদের রান ৭ উইকেটে ৩০৭। আগে ব্যাটিংয়ে নেমে আকাশ দিপের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। বিনা উইকেটে ৪৭ রান করা ইংল্যান্ড ৫৭ রানে হারায় তিন ব্যাটারকে। ভারতীয় পেসার দুই ওভারে নেন তিন উইকেট। তারপর চতুর্থ উইকেটে জনি বেয়ারস্টোর সঙ্গে ৫২ রানের জুটি গড়েন রুট। প্রথম সেশনে বেয়ারস্টো ও বেন স্টোকস ফিরে যান। ১১২ রানে ৫ উইকেট পড়ে সফরকারীদের।
বেন ফোকসকে নিয়ে ১১৩ রানের জুটিতে দলকে নিরাপদ অবস্থানে নেন রুট। শেষ সেশনে ফোকস (৪৭) ও টম হার্টলি (১৩) মাঠ ছাড়েন মোহাম্মদ সিরাজের বলে। অলি রবিনসনকে নিয়ে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন রুট। ২২৬ বলে ৯ চারে ১০৬ রানে অপাজিত ছিলেন তিনি। ৩১ রানে খেলেছিলেন রবিনসন। আকাশ নেন ৩ উইকেট। দুটি পান সিরাজ।