রাজনীতি ডেস্ক।।
আগামী উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামীতে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে ২৮ তারিখের (অক্টোবর) মতে বিএনপিকে আবারও পালাতে হবে।’ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বসুরহাটের বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পড়েছে। আগামী উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি আরও অনেক বেশি হবে। এবার উপজেলা নির্বাচনে বিএনপি না এলে এ ভুলের খেসারত তাদেরকে বহুদিন দিতে হবে।’ বিএনপির আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর তারা রাজপথ থেকে পালিয়ে গিয়েছিল। আগামীতে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে ২৮ তারিখের মতো তাদেরকে আবারও পালিয়ে যেতে হবে।’
এর আগে দুপুর ১টায় দাগনভূঞা-বসুরহাট-সোনাপুর সড়ক প্রকল্পের চলমান কাজ পরিদর্শন শেষে বসুরহাট পৌরসভার বড়রাজাপুর গ্রামের বাড়িতে যান। সেখানে মা-বাবার কবর জিয়ারত শেষে পুলিশের দেওয়া গার্ড অব অনার গ্রহণ করেন এবং পরে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।