বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

ঈদ-নববর্ষ পাশাপাশি, ছুটি মিলতে পারে ৬ দিনের

এদিকে রমজান মাস ২৯ দিন হলে ঈদ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল বুধবার। সেক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি। পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার নববর্ষের ছুটি হবে। এতে টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

by ঢাকাবার্তা ডেস্ক
ঈদ-নববর্ষ পাশাপাশি, ছুটি মিলতে পারে ৬ দিনের

স্টাফ রিপোর্টার।।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সুখবর পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। টানা ছয়দিন ছুটি মিলতে পারে তাদের। তবে সেক্ষেত্রে রোজা হতে হবে ২৯টি। এ ছাড়া ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে নববর্ষের ছুটি। ১১ মার্চ দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১২ মার্চ (মঙ্গলবার) শুরু হয়েছে রমজান মাস। মাসটি ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর পালন করতে হবে ১১ এপ্রিল এবং রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল।

ঈদের দিন সাধারণ ছুটিতে থাকে দেশ। এ ছাড়া নির্বাহী আদেশে ঈদের আগের ও পরের দিন ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মচারীরা।সে হিসেবে ঈদ ১১ এপ্রিল হলে ক্যালেন্ডার অনুযায়ী ওইদিন বৃহস্পতিবার। সেক্ষেত্রে ঈদের আগের দিন বুধবার এবং পরের দিন শুক্রবার ছুটি হবে ঈদের। ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল (রবিবার) নববর্ষের সরকারি ছুটিতে থাকবে দেশ। এতে ঈদ ও নববর্ষের মিলে টানা পাঁচ দিনের ছুটিতে যাবে দেশ।

এদিকে রমজান মাস ২৯ দিন হলে ঈদ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল বুধবার। সেক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি। পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার নববর্ষের ছুটি হবে। এতে টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

 

আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫ জন দগ্ধ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net