মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৩ শ্রমিকের

ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
Septic Tank

স্টাফ রিপোর্টার।।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের আহাদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা। নিহতদের মধ্যে যে দুজনের নাম-পরিচয় জানা গেছে, তারা হলেন- আলম (২৬) ও চুনু (২৫)। এই দুজনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। আরেকজনের পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে।

ওসি রানা গণমাধ্যমকে বলেন, “আহাদ আলীর বাড়িতে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন তিনজন শ্রমিক। কাজ করার সময় ট্যাংকের ভেতরেই তিনজনের মৃত্যু হয়। তবে কীভাবে মৃত্যু হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

 

আরও পড়ুন: অস্ত্রোপচারে পায়ুপথ থেকে বের করা হলো ডাব

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net