সোমবার, আগস্ট ৪, ২০২৫

দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২০৫৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

আগামী ২১ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল।

by ঢাকাবার্তা ডেস্ক
উপজেলা নির্বাচন

রাজনীতি ডেস্ক।।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ১৬০ উপজেলায় তিন পদে দুই হাজার ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫৬২ জন।দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন রবিবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২১ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।

আন্তমন্ত্রণালয় সভা মঙ্গলবার

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির উপ-সচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। আগামী ২৩ এপ্রিল বেলা সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন: ট্রেনে বাম পায়ের সব আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net