স্টাফ রিপোর্টার ।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ গমনের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রথম মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মাইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। সূত্র জানিয়েছে, তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।
মাইনুল ইসলাম মঙ্গলবার বিকাল ৫টায় তার স্ত্রী-পুত্রসহ শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিদেশ যাওয়ার জন্য এসেছিলেন। ইমিগ্রেশন পুলিশ তার ই-পাসপোর্ট জব্দ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা একটি কক্ষে নিয়ে যায়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল জানিয়েছেন, মাইনুল ইসলাম টরন্টো (কানাডার শহর) যাওয়ার জন্য স্ত্রী ও পুত্রসহ বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে।
মাইনুল ইসলামের স্ত্রী ও পুত্র নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে যাত্রা করেছেন বলে বিমানবন্দরের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ৫৭ জনের একজন ছিলেন তৎকালীন মহাপরিচালক শাকিল আহমেদ। নারকীয় এই ঘটনার পরপরই মহাপরিচালকের শূন্য পদে নিয়োগ পান মাইনুল ইসলাম। পরবর্তীতে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হলে মাইনুলই থাকেন বিজিবির প্রথম মহাপরিচালক। তিনি ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস থেকে গ্রেফতার হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাই।