রবিবার, আগস্ট ৩, ২০২৫

কেয়া পায়েলের ঈদ-ব্যস্ততা: ২০ নাটকে অভিনয়

by ঢাকাবার্তা
কেয়া পায়েল

ডেস্ক রিপোর্ট ।।

ঈদ এলেই ব্যস্ত হয়ে ওঠেন ছোটপর্দার তারকারা। ব্যতিক্রম নন কেয়া পায়েলও। এবারের ঈদে তিনি অভিনয় করেছেন ২০টি নাটকে, যা প্রচারিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে।

ঈদে নিজের ব্যস্ততা ও নাটক নিয়ে কেয়া পায়েল বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পাশাপাশি, ভক্তদের জন্য আমার ২০টি নাটক মুক্তি পেয়েছে, যা নিয়ে আলাদা উচ্ছ্বাস ছিল। সব মিলিয়ে ঈদের প্রতিটি দিন ভালো কেটেছে।’

কেয়া পায়েল

কেয়া পায়েল

তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’, ‘বাজি’, ‘বান্টির বিয়ে’, ‘তুমি যাকে ভালোবাসো’, ‘প্রথম প্রথম প্রেম’, ‘বজরা’, ‘মন দিতে চাই’, ‘আপনি না তুমি’, ‘ইমার্জেন্সি’, ‘ডাকাতিয়া প্রেম’, ‘টিউবলাইট’, ‘প্রহর’, ‘ইতির ঈদি’, ‘মানুষ কি বলবে’, ‘স্পেস অব লাভ’, ‘আদরে রেখো’, ‘প্রিয় একজন’, ‘হ্যালো গায়েস’, ‘মোর দ্যান লাভ’ ও ‘মিস্টার অভাগা’

এই নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, খায়রুল বাশার, তৌসিফ মাহবুব ও জোভান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net